লং ট্রেডের ক্ষেত্রে ( তিনটি টিপি যে সিগনালে থাকে তা লং ট্রেড) অনেকে ট্রেড নেওয়ার পর পেনিক হয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করেন৷ একটা কথা মনে রাখবেন আপনি যখন একটা ট্রেড নিবেন তখন মনস্থির করে নিবেন যে এই ট্রেডে আমার ৩০ পিপস লস হবে এবং আমি ৫ ডলার লস করবো যদি আমার এসএল হিট করে। যদি এটা মানতে পারেন তবে ট্রেড করবেন না হয় করবেন না। এবার আসেন আমি মনস্তির করলাম ট্রেড নিবো লস হবে ৫ ডলার কিন্তু ধৈয্য ধরে অপেক্ষা করলেন ২ তিন ঘন্টা পর মার্কেট পজিটিভে গেল আপনার ভাল হলো ১০ ডলার। আপনার প্রফিট রেশিও ১:২।
এখানে পয়েন্ট আউট করেন ১. লস মেনে নিয়ে ট্রেড করা ২. ধৈর্য্য ধরে লাভের জন্য অপেক্ষা করা।
আর আরেকটা জিনিস মাথায় রাখবেন মার্কেট রাত ১০ টার পর খুব ধীর গতিতে থাকে যদি কোন নিউজ না থাকে তাই আমাদের ট্রেডের সময় একটু লম্বা হবে৷ এমনকি রাতের ট্রেড অনেক সময় সকাল ৬-৮ টার দিকে প্রফিটে আসবে।
তাই রাতের ট্রেডে এন্ট্রি নিয়ে SL ও TP দিয়ে ঘুমিয়ে পড়ুন।
সুতরাং পেনিক হবেন না। লং ট্রেডের ক্ষেত্রে প্লিজ SL ও TP পর্যন্ত অপেক্ষা করুন আর আপনার যদি মনে হয় মার্কেট থেকে বের হয়ে যাবেন ২০% এর উপরে লস হয়ে গেছে তখন বের হয়ে যাবেন।