সবাই কে স্বাগতম ফরেক্স শিখি কমিউনিটিতে
কিভাবে জয়েন করবেন ফরেক্স শিখি ওয়েব সাইটের ভিআইপি সিগনালে;
আপনি রেফার একাউন্ট লাইফটাইম মেমবারশীপ অথবা ভিআইপ পেইড মাসিক মেমবারশীপের মাধ্যমে আমাদের ওয়েব সাইটে ফরেক্স শিখির ভিআইপি সিগনাল (শুধু গোল্ড (XAUUSD) পেয়ার) সিগনাল উপভোগ করতে পারবেন ।
রেফার একাউন্ট লাইফটাইম মেমবারশীপ সম্পূর্ণ ফ্রি। এর জন্য মাসিক বা বাৎসরিক কোন ফি দিতে হবে না। প্রতি দিন মার্কেট মুভমেন্টের উপর ভিত্তি করে মিনিমাম ৪ থেকে ৭টা সিগনাল পাবেন। আর ভিআইপ পেইড মাসিক মেমবারশীপের জন্য প্রতিমাসে ৩০ ডলার বা তার সমমূল্যের টাকা পরিশোধ করতে হবে ।
টার্গেট হলো ১০০ ডলারের একাউন্টে প্রতি দিন মিনিমান ১০ থেকে ৩০ ডলার প্রফিট করবো ইনশাআল্লাহ।
টেপ টু রেজিষ্ট্রেশন :
প্রথম এবং প্রধান শর্ত হলো ফরেক্স শিখির রেফার একাউন্ট লাইফটাইম VIP সিগনাল মেমবারশীপ একসেস নেওয়ার জন্য আপনাকে অবশ্যই আমার নিচের দেওয়া রেফারেল লিংক থেকে এক্সনেস ব্রোকারে একটা একাউন্টন খুলতে হবে ।
একাউন্টের ধরন হবে MT5 ;
ডিপোজিট ১০০ ডলারের নিচে করলে খুলবেন Standard একাউন্ট বা Standard সেন্ট একাউন্ট
ডিপোজিট ২০০ ডলারের উপরে হলে খুলবেন Raw বা Pro একাউন্ট
রেজিস্ট্রেশান লিংক :https://one.exness-track.com/a/c_wn9bsoah62
রেজিস্ট্রেশন হয়ে গেলে প্লে স্টোর থেকে Exness এর এ্যাপস ডাউনলোড করবেন এবং লগইন করবেন।
এর পর একাউন্ট ভেরিফিকেশন করবেন;
১. প্রোফাইল ভেরিফিকেশন
২. এডড্রেস ভেরিফিকেশন
প্রোফাইল ভেরিফিকেশন করবেন NID কার্ড দিয়ে। এন আইডির ছবি তুলবেন মোবাইল দিয়ে। পরে এ্যাপসে ডুকে আপলোড দিবেন।
এডড্রেস ভেরিফডকেশন করবেন;
বিদ্যুত বিল, গ্যাস, পানি বিল, ব্যাংক স্টেইটমেন্ট, ড্রাইভিংলাইসেন্স, টিআইএন যে কোন একটি দিয়ে, আগের মত মোবাইলে ছবি তুলে এ্যাপসে ডুকে আপলোড দিবেন।
ভেরিফিকেশনের জন্য ৪৮ ঘন্টা অফিসিয়াল টাইম কিন্তু ৩০ মিনিটের মধ্যে হয়ে যাবে যদি সবকিছু ঠিক থাকে।
একাউন্ট ভেরিফাই হয়ে গেলে ডিপোজিটের সব অপশন আনলক হবে। এবার ডিপোজিট করবেন Bkash2 বা Nagad2 এর মাধ্যমে Instant হয়ে যাবে অথবা ম্যানুয়াল পদ্ধতিতে Bkash ও Nagad দিয়েও ডিপোজিট করতে পারবেস । অথবা USDT trc20 এর মাধ্যমে বায়নান্স থেকেও ডিপোজিট করতে পারবেন ।
একাউন্টটি ভেরিফাই কমপ্লিট হলে মিনিমাম ৫০ বা বেস্ট হয় ১০০ ডলার ডিপোজিট করে, Exness App এর ডিপোজিট স্কিন শট সহ নিচের দেওয়া তথ্য গুলো দিয়ে ওয়েবসাইটে রেজিষ্টেশন করবেন ।
সবকিছু ঠিক থাকলে এডমিন এপ্রুভাল এর পর ভিআইপি সিগলালে একসেস পাবেন ওয়েবসাইটের Forexshikhi VIP Circle ড্যাসবোর্ডে ।
Forexshikhi VIP Circle এর সিগনালের একসেস কনটিনিউ বহাল রাখতে হলে অবশ্যই যে একাউন্টের মাধ্যমে ভিআইপি একসেস নিয়েছেন সেই একাউন্টে প্রতিনিয়ত ট্রেড করতে হবে।
Account registration Link: ttps://one.exness-track.com/a/c_wn9bsoah62
Welcome Audio: (অডিও বার্তাটি শুনুন)
নতুন ট্রেডাররা মাত্র ২ মিনিটে Exness ব্রোকারে একাউন্ট খুলুন: https://youtu.be/p2alVH6BdPE
নতুনদের জন্য সকল ভিডিও টিউটরিয়াল সাজানো আছে Video Tutorial পেজে দেখুন শিখুন এবং এর পর ট্রেড করুন
ফরেক্স শিখি ভিআইপি চ্যানেলের পারফরমেন্স দেখুন Performance Report পেজে
আর ভিআইপ পেইড মাসিক মেমবারশীপ সম্পকে বিস্তারিত জানতে VIP Paid Service পেজে দেখুন
যাদের ইতিমধ্যে এক্সনেসে একাউন্ট আছে তারা কি করবেন ?
সহজ উত্তর ঃ যাদের পুরাতন এক্সনেস একাউন্ট আছে তারা চাইলে তাদের পুরাতন একাউন্ট ডিলিট করে সেইম এনআইডি দিয়ে আরেকটা পার্সোনাল এরিয়া বা একাউন্ট খুলতে পারবেন যা দিয়েও আপনি ভিআইপি একসেস নিতে পারবেন৷
যা লাগবে:
১. প্রথমেই আগের পাসোনাল এরিয়া ডিলেট করবেন কাস্টমার কেয়ারে কথা বলে।
২. নতুন ইমেইল এডড্রেস ও নতুন মোবাইলন নাম্বার দিয়ে একাউন্ট খুলবেন৷
৩.এরপর আপনার এনআইডি, বিদ্যুৎ, গ্যাস, পানি বিল বা ব্যাংক স্টেইটমেন্ট, টিআইএন সার্টিফিকেটর ইত্যাদি দিয়ে ভেরিফাই করবেন। এক্ষেত্রে ভেরিফিকেশন এর জন্য এনআইডির সাথে বিল বা অন্য ডকুমেন্টের মিল থাকতে হবে৷
৪. সবকিছু কমপ্লিট হলে মিনিমান ৫০ ডলার ডিপোজিট করে ওয়েবসাইটে রেজিষ্টেশন করুন ।
সর্তকতা নোটিশঃ
এক্সনেস ব্রোকারে একাউন্ট খুলার পর কাস্টমার কেয়ার থেকে আপনার সাথে কুশল বিনিময় করার জন্য কল করা হতে পাবে এটা শুধুমাত্র কুশল বিনিময় ।
আপনার এক্সনেস একাউন্টের পাসওয়ার্ড , ট্রেডিং পাসওয়ার্ড বা অটিপি কারো সাথে শেয়ার করবেন না। কেউ যদি এক্সনেস ব্রোকারের কাস্টমার কেয়ার প্রতিনিধি বলেও পরিচয় দেয় তবুও না ।
আপনার এক্সনেস একাউন্ট কখনো ব্যান হয়ে যাবে বা আপনার একাউন্টের সব ডিপোজিট উইথড্র করুন এমনটি কেউ বললে ধরে নিবেন সে প্রতারক চক্রের সদস্য আপনাকে ভয় দেখানোর জন্য এসব বলছে । ফরেক্স শিখর নাম করে বা এ্যাডমিনের নাম করে বা আমার ছবিযুক্ত কোন সামাজিক মাধ্যম থেকে কেউ টাকা চাইলে দয়াকরে দিবেন না । প্রয়োজনে আমার সাথে ভিডও কলে কথা বলে কর্নফার্ম হবেন ।
ফরেক্স শিখি ফ্রি টেলিগ্রামগ্রপ গুপ @forexshikhi
ফরেক্সশিখির এ্যাডমিন স্টারচিহ্ন যুক্ত টেলিগ্রাম আইডি: arifulprotrader